ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

সঙ্গীর সংস্পর্শ ছাড়াই মাছের বাচ্চা জন্ম!

  ফিচার ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২১, ১৯:০১  
আপডেট :
 ২৪ জানুয়ারি ২০২১, ১৯:৩১

সঙ্গীর সংস্পর্শ ছাড়াই মাছের বাচ্চা জন্ম!
পুরুষ সঙ্গী ছাড়াই সন্তান জন্ম দিয়েছে মাছ দুটি

পৃথিবীতে যেকোনো প্রাণির বংশবিস্তারের মূল ভিত্তি হচ্ছে স্ত্রী-পুরুষের মিলন। তবে সামুদ্রিক প্রাণী সি হর্স পুরুষ হয়েও সন্তান জন্ম দিতে সক্ষম। এদিকে নতুন করে নিউ জিল্যান্ডের অকল্যান্ডের একটি খবর বিজ্ঞানীদেরও অবাক করেছে। সেটা হলো, ওখানকার অ্যাকুরিয়ামে থাকা দুটি রে ফিস কোনো পুরুষ সঙ্গীর সংস্পর্শ ছাড়াই গর্ভবতী হয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, দুবছর ধরে সেই রে ফিসগুলো কোনো পুরুষ সঙ্গীর সংস্পর্শে আসেনি। তবুও তারা মা হয়েছে। এই দুটি মাছ ঈগল রে প্রজাতির। এমনিতে এই প্রজাতির মাছ আক্রমণাত্মক হয়।

বিশেষজ্ঞদের অনেকে বলছেন, শেষবার পুরুষ সঙ্গীর সঙ্গে মিলনের পর তারা শরীরে স্পার্ম সঞ্চয় করে রেখেছিল। তবে এই থিওরি ঠিক নয় বলে দাবি করেছেন আরেক দল বিজ্ঞানী।

নিউ জিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোসফেরিক রিসার্চ-এর কর্মী এডেল ডিউটিলয় জানিয়েছেন, ব্যাপারটা পার্টিনাংগনেসিস হতে পারে। অর্থাৎ, একই মাছে শরীরে পুরুষ ও স্ত্রী, দুই লিঙ্গের বৈশিষ্ট্য বর্তমান। এমন ঘটনা অবশ্য প্রথমবার লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা।

সূত্র: ওইওনিউজ

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত