ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

যত দূর চোখ যায় কাশবন আর কাশবন

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ২০:৩২  
আপডেট :
 ১০ সেপ্টেম্বর ২০২১, ২০:৫২

ফটোস্টোরি: যত দূর চোখ যায় কাশবন আর কাশবন
ফড়িং এর সাথে খেলা করছে সেখানে ঘুরতে যাওয়া তরুণী অধরা ইয়াসমীন।

শুক্রবার ছুটির দিন তাই বেড়িয়ে পড়লাম সকালেই। উদ্দেশ্য কাশবন। রাজধানীর রামপুরা সেতুর উত্তর পূর্ব পাশে জহুরুল ইসলাম সিটি দিয়ে চলে গেলাম আফতাবনগর। এখান থেকে কিছু দূর গেলে লোহার সেতু পেড়িয়ে ওপারে প্রায় আধা কিলোমিটার সামনে গেলেই শুধুই কাশবন আর কাশবন।

জায়গাটা কাশবনের বাস হিসেবে ভালোই লোকচেনা হয়ে গেছে। ঢাকার কাছাকাছির মধ্যে থাকায় মানুষজন সেখানে ভীড় জমায় প্রতিদিন। কাশফুলের মাঝে ছবি তোলার হিড়িক পড়ে যায় মেয়েদের। এলোমেলো বাতাসের সাথে খোলা রাস্তায় হেঁটে বেড়ানো, দুইধারে সাদা মেঘের মতন ফুলের মেলা, একটা দিন ভালো কাটলে আর কী লাগে?

কাশফুল ছিড়ছে তরুণী

কাশফুলের নরম ছোঁয়ায় আনন্দে দিশেহারা

এলোমেলো বাতাসের সাথে খোলা মাঠে হেঁটে বেড়ানো

কাশফুলের মাঝে ছবি তুলছে তরুণী

দুইধারে সাদা মেঘের মতন কাশফুলের মাঝে ঘুরে বেড়ানো

  • সর্বশেষ
  • পঠিত