প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২০, ০১:৫১
ঈশপের গল্প- পিঁপড়ে ও ফড়িং
গ্রীষ্মের এক বিকেলে ঘাসফড়িং মনের আনন্দে তার ভায়োলিন নিয়ে গান গাইছিলো, নাচছিলো আর খেলা করছিলো। হঠাৎ সে দেখতে পেলো একটা পিঁপড়া অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে।
ঘাসফড়িং পিঁপড়াকে বললো, এতো কষ্ট করছো কেন ভাই? এসো আমরা খেলা করি, গান গাই, নাচি।
পিঁপড়া- আমাকে অবশ্যই এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু।
ঘাসফড়িং- আরে শীতকাল আসতে তো এখনো অনেক দেরী, ওসব নিয়ে চিন্তা করোনা।
পিঁপড়া কোন কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো।
গ্রীষ্ম শেষে শীত এলো জাঁকিয়ে। ক্ষুধায় কাতর ঘাসফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ার বাড়ি এসে পিঁপড়াকে বলল- আমায় কিছু খেতে দেবে ভাই।
তুমি যদি সেদিন আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, আর ক্ষুধায় কষ্ট পেতে হতো না।
শিক্ষণীয়- ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন- নেকড়ে ও রাখালের গল্প