ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

একবার যেতে চাই

  ফারহানা আহমেদ পলি

প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১৪:১৬  
আপডেট :
 ১৬ জুন ২০২৩, ১৪:২০

একবার যেতে চাই

আমিও যে তোমাদের সঙ্গে একবার যেতে চাই,

ঐ আমার ভালোবাসার নবীরও রওজায়।

বহুকাল ধরে কাঁদছে এ মন অঝোর ধারায়।

নিত্য এই দেহ মন দোলে অলৌকিক ইশারায়।

মনের চোখে দেখি রোজ আমার নবী সঃকে, নবী আমার পরশমণি সোনার ক্ষনি যে।

ঐ নামেরই খুশবু মেখে রই সারাবেলা ঐ নামেতে হৃদয় আমার করে নূরের খেলা।

কত সুন্দর আমার নবীর জীবনাদর্শ শোনো, পাক কোরআানের বাণীতে তিনি স্পষ্ট যেন।

হাশরে নিজামে যিনি স্বয়ং বান্দার সহচর, পলকেই কেটে যাবে সময় ঐ অনন্ত হাশর।

বান্দার হক আদায় করতে উহুদ আর খন্দকের যুদ্ধ , গড়তে এই ভুবন এক খাঁটি আর পরিশুদ্ধ।

এত ভালোবাসায় যিনি করলেন এতটাই ত্যাগ স্বীকার, প্রতিষ্ঠিত করতে মানব কুলের সকল অধিকার।

পেয়ারা নবী আশিক হতে চলে এসো মনের কাবা ঘরে, আলোকিত হবে কলব ঐ নূর নবীজির নূরে।

থেকো না কেহ আর থেকনা ভাই বোন এতটা দূর, স্বর্গ আর নরক যে ভাই মানুষের সুরাসুর।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত