ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

যে কারণে কামরুলের মনোনয়ন অবৈধ ঘোষণা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২০, ১২:২৫

যে কারণে কামরুলের মনোনয়ন অবৈধ ঘোষণা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে যাচাই-বাছাই শেষে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম তার মনোনয়ন অবৈধ বলে ঘোষণা দেন।

এর কারণ হিসেবে জিএম কামরুল ইসলাম সিটি করপোরেশনের ভোটার নন বলে জানানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, জিএম কামরুল ইসলাম সিটি করপোরেশনের ভোটার নন। এ কারণে তার মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পারছি না।

ঢাকা উত্তর সিটিতে মোট ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম, বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালসহ বাকি ছয়জনের মনোনয়ন বৈধ।

এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

  • সর্বশেষ
  • পঠিত