ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

‘মুক্তিযোদ্ধারা প্রায় সবাই আওয়ামী লীগ করেন’

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৫

‘মুক্তিযোদ্ধারা প্রায় সবাই আওয়ামী লীগ করেন’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা প্রায় সবাই আওয়ামী লীগ করেন, তাই নিজেদের দল ভারী করতে অমুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করেছে বিএনপি-জামায়াতের জোট সরকার। জামুকা আইন লঙ্ঘন করে অমুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করেছে তারা। এ গাফিলতির দায়ে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সন্ধ্যায় নবনির্মিত লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গ’ তালিকাভুক্তদের প্রাথমিক তথ্য অনুযায়ী যাচাই বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। কৌশল প্রয়োগ করে দ্রুত সময়ের মধ্যে তা চূড়ান্ত করে তালিকা প্রণয়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকারের আমলেই মুক্তিযোদ্ধাদের সম্মান ও প্রাপ্য নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোতাহার হোসেন, জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, সিভিল সার্জন ডা. কাসেম আলী, এলজিইডি লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান প্রমুখ।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন শেষে মন্ত্রী এক মতবিনিয়ম সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত