ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

সিরাজগঞ্জ-১ উপনির্বাচন

নৌকার প্রার্থী তানভীর শাকিল জয়ের পাঁচ প্রতিশ্রুতি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ২১:৩৮

নৌকার প্রার্থী তানভীর শাকিল জয়ের পাঁচ প্রতিশ্রুতি

সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে নাগরিক প্রতিনিধি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে পাঁচটি বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক উদ্যোগগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করার কথাও জানান তিনি।

সোমবার এক ভিডিও বার্তায় এমন প্রতিশ্রুতি দেন তানভির শাকিল জয়।

তানভীর শাকিল জয় প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্র এবং জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলীর দৌহিত্র।

মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরবর্তীতে ১২ নভেম্বর ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই আসনে নাসিমপুত্র জয়কে দলীয় মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

তানভির শাকিল জয়ের দেয়া প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিগুলো হলো

১. এলাকার জলাবদ্ধতা দূর করে ফসল উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা।

২. চরের যে অংশগুলোতে বিদ্যুতের সংযোগ যায়নি, সেসব এলাকায় বিদ্যুতায়ন এবং সোলারের ব্যবস্থা বৃদ্ধি করা।

৩. প্রস্তাবিত কাজীপুর নদীবন্দরের কাজ যত দ্রুত সম্ভব শেষ করা।

৪. প্রধানমন্ত্রী ঘোষিত শেখ কামাল হাইটেক পার্কের কাজ দ্রুত সম্পন্ন করে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

৫. প্রায় ৮০ শতাংশ সড়কের কাজ ইতোমধ্যে শেষ, বাকি ২০ শতাংশ কাজও নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত