প্রকাশ : ২৬ নভেম্বর ২০২০, ১৬:৫৪
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
বিএনপির স্টিয়ারিং কমিটি গঠন
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের জন্য স্টিয়ারিং কমিটি গঠন করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
|আরো খবর
বিবৃতিতে জানানো হয়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় কমিটির উদ্যোগে গত ২১ নভেম্বর অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্তে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের জন্য স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
স্টিয়ারিং কমিটির সদস্যরা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আবদুস সালাম।
কেএস/এনএইচ