ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

‘কিংস পার্টি’তে সাকিব, যা জানালেন মেজর হাফিজ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১২:৪৭

‘কিংস পার্টি’তে সাকিব, যা জানালেন মেজর হাফিজ
সাকিব আল হাসান (বামে) ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা হাফিজ উদ্দিনের বাসায় সাকিবের বিএনএমের সদস্য ফরম পূরণ করে যোগ দেয়ার প্রস্তুতি পর্বের ছবি প্রকাশ্যে আসা নিয়ে চলছে নানান আলোচনা। এ বিষয়ে নিজের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার বনানীতে নিজের বাসায় এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সেখানে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে অনেক কিছু করা হয়েছে। যা আপনারা সবাই জানেন। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের পক্ষ থেকে এবং কিছু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমাকে অনুরোধ করেছিলেন বিএনএম এ যোগ দিতে। আমি রাজি হয়নি।’

তিনি বলেন, ‘তারাই সাকিব আল হাসানকে আমার কাছে নিয়ে এসেছিলেন। সাকিব একজন বিশ্বখ্যাত ক্রিকেটার। তিনি এদেশের নাগরিক। তিনি রাজনীতে যোগ দিতেই পারেন। তবে আমি তাকে উৎসাহ দেইনি। আমার উৎসাহ না পেয়ে তিনি ভিন্ন পথ বেছে নিয়েছেন। এগুলো নির্বাচনের দুই মাস আগের কথা।’

বাংলাদেশ জার্নাল/এসএ

  • সর্বশেষ
  • পঠিত