ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

‘আন্দোলনেও থাকবে ঐক্যফ্রন্ট’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ১৪:২৬

‘আন্দোলনেও থাকবে ঐক্যফ্রন্ট’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনেও থাকবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি সরকারের আচরণের প্রতি দৃষ্টি রাখবেন ঐক্যফ্রন্ট্র- এ বিষয়ে জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘অবস্থা বুঝে সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা অবস্থা বুঝে সেটা বিবেচনা করবো। তবে আন্দোলন চলবে। নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি আন্দোলন চলবে। আন্দোলন শুরু হয়ে গেছে।’

তিনি বলেন, ‘জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তারা বলছে, আমরা পরিবর্তন চাই। জনগণের শক্তি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে তাদের সরকার প্রতিষ্ঠিত করবে। আর আশা করছি যে, জাতীয় ঐক্য গড়ে উঠবে এবং আমাদের লক্ষ্য আমরা অর্জন করতে পারবো।’

ঐক্যফ্রন্ট কোন প্রতীকে নির্বাচনে করবে- জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা আমরা পরে জানাবো।’

সংবাদ সম্মেলন চলাকালে নির্বাচনে যাওয়ার ঘোষণার পরে জাতীয় প্রেসক্লাবের ভেতরে বিএনপির নেতারা মিছিল করেন। মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগান দেন তারা।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম আবদুল রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, গণস্বাস্থ্যবোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক ডাকসু নেতা সুলতান মুহাম্মদ মনসুর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত