ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

‘গুলি চালালে চুপ করে বসে থাকব না’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১৮:১২

‘গুলি চালালে চুপ করে বসে থাকব না’

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘একদিকে নির্বাচনের আয়োজন, অন্যদিকে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্মম-পীড়ন- এটা তো হতে পারে না। আপনারা আপনাদের পেটোয়া বাহিনী দিয়ে আমাদের বুকে গুলি চালাতে চান, চালান। আমরা চুপ করে বসে থাকব না। বুক পেতে দেবো না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অতীতেও আমরা পিছু হটি নাই।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি আয়োজিত মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এমন হুঁশিয়ারি দেন।

নোমান বলেন, ‘শত বাধার মধ্যেও আমরা নির্বাচনে যাওয়ার চেষ্টা করছি। আমরা নির্বাচনে যেতে চাই। কিন্তু তারা (আওয়ামী লীগ) চায় আমরা নির্বাচনে যাতে না যাই। কিন্তু আমরা তো নির্বাচন বর্জন করছি না। যার জন্য সরকার পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের জন্য দেশে বর্তমানে লেভেল প্লেইং ফিলিং নেই। ক্ষমতাসীন দল সরকারি খরচে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, আর বিরোধী দলগুলোর ওপর চলছে হামলা, মামলা ও নির্যাতন।’

এর থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্যফ্রন্টকে আরও প্রসারিত করতে হবে বলেও জানান নোমান। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কখনো আন্দোলন থেকে পিছিয়ে থাকি নাই। এখনো থাকবো না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ তথ্যবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসিম, কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধ্যক্ষ মাইনুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

  • সর্বশেষ
  • পঠিত