ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

জামায়াতকে স্বাধীনতাবিরোধী বলে চার নেতার পদত্যাগ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৪

জামায়াতকে স্বাধীনতাবিরোধী বলে চার নেতার পদত্যাগ

জামায়াতে ইসলামীকে স্বাধীনতাবিরোধী আখ্যায়িত করে গাইবান্ধার ৪ নেতা পদত্যাগ করেছেন। সোমবার জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগ করা চার নেতা হলেন- সদর উপজেলার গিদারী ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার সদস্য মো আলিম উদ্দিন ও ৭নং ওয়ার্ড শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম বাদল।

সংবাদ সম্মেলনে তারা বলেন, দীর্ঘ দিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে তারা জড়িত ছিলেন। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে তারা মনে করেন, জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী একটি রাজনৈতিক দল। তারা এখনও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত।

এমতাবস্থায় তারা স্বেচ্ছায় পদত্যাগ করে সোমবার থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছেন। আপাতত আর কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না তারা।

স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য ক্ষমা চাওয়া এবং জামায়াত বিলুপ্তির প্রশ্নে দলটির ভেতরে নতুন করে আলোচনা উঠেছে। এর রেশ ধরে গত শুক্রবার দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট আইনজীবী আবদুর রাজ্জাক পদত্যাগের ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • পঠিত