ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ঘরবন্দি জীবনে আনন্দের ‘রঙ’

  ফিচার ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২০, ১২:৫৯

ঘরবন্দি জীবনে আনন্দের ‘রঙ’
প্রতীকী ছবি

করোনার এই মহামারীর সময় আমাদের ঘরে থাকতে হলেও নানান সময় পরিবারের আবদানে বিভিন্ন কিছু করতে হয়। আর পরিবারে যদি ছোট শিশু থাকে তাদের তো রোজই থাকেন নতুন সব আবদার। তাছাড়া দাদা বা দাদী, নানা বা নানীদের নাতিদের নিয়ে খুনসুটিতে সময়ে সময়ে ঘরবন্দি জীবনে আনন্দের ‘রঙ’ লাগে বলতেই হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এমনই কিছু ছবি নিয়ে আজকের এই প্রতিবেদন।

মেয়ের জন্য সাজছেন বাবা

এই ছবিতে দেখা যায় দু বছরের মেয়ে বিয়াংকার সঙ্গে মজা করার জন্য সং সাজছেন সান ফিওরানোর এক স্কুল শিক্ষক বাবা। ছবিটি সম্প্রতি ওই বাবা তার ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করলে দ্রুত ভাইরাল হয়ে যায়।

দাদা-নাতনির ফুটবল

করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে হবে, তাই ফুটবল খেলার সময়ও মাস্ক পরতে ভোলেনি দাদা-নাতনি।

ব্যস্ত দাদা, আনন্দে নাতনি

ঘরের মেঝে পরিষ্কার করছেন সান ফিওরানো শহরের এক প্রবীণ, পাশেই ব্যালেরিনার স্কার্ট পরে খেলায় ব্যস্ত নাতনি বিয়াংকা।

বিয়াংকা ঘুমায়, পুতুল জাগে

ঘরে সমবয়সি কেউ নেই। বিয়াংকার নিত্যসঙ্গী তাই পুতুল। পুতুল পাশে নিয়ে ঘুমাচ্ছে দু'বছরের বিয়াংকা।

খেলার সাথী শামুক

বাড়ির সামনে কতগুলো শামুক ধরে এনে কাগজে সাজিয়ে তাদের সঙ্গে খেলছে বিয়াংকা।

অন্যরকম ক্যানভাস

ছবি আঁকতে ইচ্ছে করছে, তাই বাবার পা-ই বিয়াংকার ক্যানভাস!

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত