ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

সার্কাসের সিংহ নিয়ে ঘরেই খেলা দেখান আশরাফ (ভিডিও)

  ফিচার ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২০, ১৭:২৫

সার্কাসের সিংহ নিয়ে ঘরেই খেলা দেখান যিনি
আশরাফ আল-হ্যালো ও তার বোন ঘরে বসে সিংহের খেলা দেখাচ্ছেন। ছবি: সংগৃহীত

করোনার কারণে মিশরে মার্চ মাস থেকে সার্কাস দেখানো বন্ধ আছে। এর মধ্যেও কিছু আয় করতে ঘরেই সিংহের খেলা দেখাচ্ছেন আশরাফ আল-হ্যালো। তিন প্রজন্ম ধরে আশরাফের পরিবার বাঘ-সিংহের খেলা দেখিয়ে আসছে। আশরাফের দাদি ছিলেন আরর ও মধ্যপ্রাচ্যের প্রথম নারী যিনি বাঘ-সিংহের খেলা দেখিয়েছিলেন।

১৯৭৮ সালে সিংহের খেলা দেখাতে গিয়ে মারা যান আশরাফের দাদা। অবশ্য এরপরেও আশরাফ ও তার পরিবার দমে যায়নি। তারা এখনো বাঘ-সিংহের খেলা দেখিয়ে যাচ্ছেন। আশরাফ ছাড়াও এখন তার তিন বোন ও এক ভাই খেলা দেখানোর সাথে জড়িত।

তারা করোনার আগে সার্কাসে খেলা দেখাতেন কিন্তু এখন করোনার কারণে গত মার্চ থেকে মিশরে সার্কাস দেখানো বন্ধ রয়েছে। আর তাই ঘরেই সিংহের খেলা দেখানোর ব্যবস্থা করেছেন আশরাফ।

গতমাসে ফেসবুক ও ইন্সটাগ্রামে কয়েকটি ভিডিও পোস্ট করেন আশরাফ। পরে ওগুলো ভাইরাল হয়ে যায়।

ভিডিওর আয় দিয়ে ৩০ সহকারীর বেতন ও ৪০টি বাঘ-সিংহের খাদ্যের ব্যবস্থা আশা করছেন আশরাফ। আশরাফের পরবর্তী শো হবে ঈদের সময়। কায়রোর কাছে একটি পার্কে আশরাফের বাঘ-সিংহ থাকে। প্রশিক্ষণের জন্য সপ্তাহে দুইবার বাসায় সিংহ নিয়ে আসেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত