ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

‘লাখ টাকার অনুষ্ঠান চাই না, ফটক চাই’

  বেরোবি প্রতিনিধি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১০:১৯

‘লাখ টাকার অনুষ্ঠান চাই না, ফটক চাই’

‘লাখ লাখ টাকা খরচ করে প্রতি বছর এমন অনুষ্ঠান চাই না, আমরা একটি প্রধান গেইট (ফটক) চাই’। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দাবিতে ফেস্টুন হাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিন হোসেন অনিক।

মঙ্গলবার রাতে প্রায় ঘণ্টাব্যাপী ফেস্টুন হাতে বিশ্ববিদ্যালয়ের ২নং ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এই শিক্ষার্থী।

রাফিন জানান, ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে একযুগে পদার্পণ করতে চলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটি প্রধান ফটক নেই, এ বিষয়টি খুবই অবাক করে আমাকে। লাখ লাখ টাকা খরচ করে প্রতিবছর বিশ্ববিদ্যালয় দিবস, পহেলা বৈশাখ উদযাপন করে প্রশাসন কিন্তু একটা ফটক করতে পারে না। আমার দাবি, টাকা যদি নাই থাকে অনুষ্ঠান না করে হলেও একটি প্রধান ফটক করা হোক।

জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১১ বছর পার হয়ে ১২তে পদার্পণ করলেও প্রধান ফটক নির্মাণ হয়নি। অথচ বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী দ্বিতীয় ধাপে প্রধান ফটকসহ বেশকিছু স্থাপনা নির্মিত হওয়ার কথা থাকলেও এখনো কাজ শুরুই হয়নি।

তাছাড়া বিশেষ উন্নয়ন প্রকল্পের ১০ তলা বিশিষ্ট দুটি স্থাপনা শেখ হাসিনা হল ও ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট এর কাজ ২০১৮ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনও ৫ তলার কাজই শেষ হয়নি। স্বাধীনতা স্মারকের কাজ শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব না হওয়ার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান ফটকের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র একটি ফটক নয়, চারদিকে চারটি ফটক হওয়া উচিত। আমরা ইতোমধ্যে ফটক তৈরির জন্য মাস্টার প্ল্যান গ্রহণ করেছি। আশা করছি খুব শিগগিরই প্রধান ফটকসহ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রতিকৃতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মাণের কাজ শুরু করা হবে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত