ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

অপরাধীদের পূজা হয় যেখানে

  ভিন্ন স্বাদ ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৯, ১৬:১৬

অপরাধীদের ‘পূজা’

অপরাধীদের সবাই এড়িয়ে চললেও ভেনেজুয়েলায় অপরাধীদের পরম ভক্তি ভরে পূজা করা হয়। এখানে সব অপারাধকে প্রশ্রয় দেওয়া হয় না। কিছু নির্দিষ্ট অপরাধীকেই কেবল শ্রদ্ধাভরে মানুষ স্মরণ করে।

স্প্যানিশ ভাষায় এইসব অপরাধীকে বলা হয় ‘সান্তোস মারলানদোস’। এদের অনেকটা ব্রিটিশ পৌরাণিক চরিত্র রবিন হুডের সঙ্গে তুলনা করা যায়।

রবিন হুড ধনীদের সম্পদ কেড়ে নিয়ে গরিবদের বিলিয়ে দিতেন। সান্তোস মারলানদোসরাও তেমনিভাবে ভেনেজুয়েলার ধনীদের সম্পদ ডাকাতি অথবা চুরির মাধ্যমে কেড়ে নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দেয়।

ভেনেজুয়েলিয়ানদের মধ্যে সান্তোস মারলানদোসরা অত্যন্ত শ্রদ্ধার পাত্র হিসেবে বিবেচিত। ফলে তারা মারা গেলে তাদের অবয়বে পুতুল বানিয়ে পূজা করা হয়। বিপদে-আপদে তাদের কাছে কাছে সাহায্য চাওয়া হয়। তাদের তুষ্ট রাখার জন্য প্রসাদ হিসেবে দেয়া হয় মদ। কেননা পূজাকারীরা বিশ্বাস করে তারা যদি সান্তোস মারলানদোসদের পূজা না করে তাহলে ওমেন (ঈশ্বরের দূত) তাদের অনিষ্ট করবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত