ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না মাশরাফি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২০, ২২:২১  
আপডেট :
 ১২ জানুয়ারি ২০২০, ২২:২৯

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না মাশরাফি
মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় ‍চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে অভিমান থেকে নয়, অন্য ক্রিকেটারদের সুযোগ করে দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার বিকেলে বিসিবি কার্যনির্বাহী বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে বিসিবি নিজের ইচ্ছাতে মাশরাফিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়নি জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘মাশরাফি অনুরোধ করেছেন, তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে। তার বদলে আরেকজনকে চুক্তির আওতায় আনার অনুরোধ করেছেন জাতীয় ওয়ানডে অধিনায়ক। তার অনুরোধের প্রেক্ষিতেই এবার কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকবেন মাশরাফি।’

উল্লেখ্য, বিসিবির সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফি ছিলেন ‘এ’ প্লাস ক্যাটগরির ক্রিকেটার। যার পারিশ্রমিক ছিল ৪ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে ছিলেন আরো চারজন। সাকিব, মুশফিক, তামিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এক বছর নিষেধাজ্ঞার কারণে এমনিতেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত