ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ইডেন গার্ডেনকে হাসপাতাল করতে গাঙ্গুলীর প্রস্তাব

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ১৮:৩৫

ইডেন গার্ডেনকে হাসপাতাল করতে গাঙ্গুলীর প্রস্তাব

পুরো ভারত ২১ দিনের জন্য লকডাউন হয়ে গেছে। মানুষ এখন গৃহবন্দি হয়ে আছে। করোনা ছড়িয়ে পড়লে প্রয়োজন হবে কোয়ারেন্টিনের। করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে এগিয়ে এসেছে ক্রীড়া জগত। যে হারে করোনার প্রকোপ বাড়ছে কদিন বাদে হাসপাতালের জায়গা হবে সংকুলান, রোগি সামাল দিতে খেঁই হারিয়ে ফেলবেন ডাক্তাররা। সেই শঙ্কায়ই কলকাতার ইডেন গার্ডেন্সকে হাসপাতাল হিসেবে ব্যবহার করার পরামর্শ দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, ‘যদি সরকার চায়, তা হলে আমরা নিশ্চিত ভাবে ইডেনকে ব্যবহার করতে দেব। এই মুহূর্তে যা যা কিছু প্রয়োজন, আমরা তা করব। এটা নিয়ে একেবারেই কোনও সমস্যা নেই। এর আগে সোশ্যাল মিডিয়ায় কলকাতার ফাঁকা রাস্তাঘাটের ছবি পোস্ট করেছিলেন সৌরভ। তাতে লিখেছিলেন, আমার শহরকে এমন ভাবে দেখার কথা কখনও ভাবিনি। স্টে সেফ। আমি নিশ্চিত, এই পরিস্থিতি বদলে সব ঠিকঠাক হয়ে যাবে দ্রুত।’

বিসিসিআই অন্যতম ধনী সংস্থা। দেশের এই বিপর্যয়ে বোর্ড কি কোনও অর্থ সাহায্য করবে? সৌরভের উত্তর, ‘এটা নিয়ে আমি সচিব জয় শাহ-এর সঙ্গে কথা বলব। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে নিজের শহর কলকাতার জন্য সৌরভ যে তৈরি, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। বলে দেন, ‘যদি সরকার আমাদের সঙ্গে কথা বলে তা হলে আমরা ইডেনের সমস্ত রকম সুযোগ সুবিধা উজাড় করে দেব। এ নিয়ে কোনও সমস্যা নেই।’

একটি ভিডিও বার্তায় সৌরভ বলেন, ‘কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তবে এই লড়াইয়ে আমরা জিতব। ঘরে থাকাই এখন একমাত্র পন্থা। সেটাই করুন। সরকারের সঙ্গে সহযোগিতা করুন।’

আইপিএলের ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। করোনাভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব জুড়েই খেলাধুলো এখন প্রশ্নচিহ্নের সামনে। সব টুর্নামেন্টই স্থগিত করে দেওয়া হয়েছে। আইপিএলের মতো হাইপ্রোফাইল টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত।

কিন্তু এখন যা অবস্থা, ১৫ এপ্রিলের পরেই যে সব কিছু ঠিক হয়ে যাবে, সেই গ্যারান্টিও কেউ দিতে পারছেন না। মঙ্গলবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করার কথা ছিল বোর্ডের। সেটাও বাতিল করে দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজি মালিকরাও বলেছেন, আগে দেশ। তারপর অন্য কথা। সৌরভ বলেন, ‘যে দিন আইপিএল স্থগিত করা হয়েছিল, সে দিনও আমরা যে জায়গায় দাঁড়িয়ে ছিলাম, আজও তাই। দশ দিনে কোন কিছুই বদলায়নি। তাই এ নিয়ে আমি এখন কিছুই বলতে পারব না।’

  • সর্বশেষ
  • পঠিত