ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

করোনার প্রভাবে রোনালদোকে বিক্রি করবে জুভেন্টাস!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১২:৫৬

করোনার প্রভাবে রোনালদোকে বিক্রি করবে জুভেন্টাস!

করোনাভাইরাসের ফলে থমকে গেছে সারাবিশ্ব। বাদ নেই ক্রীড়াঙ্গনও। সব ধরণের ফুটবল কার্যক্রম স্থগিত। এতে বড় অংকের ক্ষতির সম্মুখীন হয়েছে বড় ক্লাবগুলো। দলের ফুটবলারদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে তারা। এমতাবস্থায় দলের আর্থিক বিষয় নিয়ে ভাবছে ক্লাব মালিকরা। ইতোমধ্যেই করোনার কারণে দলের খেলোয়াড়দের বেতন দিতে হিমশিম খাচ্ছে জুভেন্টাস। তাই করোনার প্রভাবে টিকে থাকতে রোনালদোকে বিক্রি করে দিতে পারে তারা।

এ ব্যাপারে ইতালির ‘ইল মেসাগেরো’র বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবের কারণে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে মরিয়া জুভেন্টাস। আর এর প্রভাব পড়বে রোনালদোর বিশাল অঙ্কের বেতনেও। ২ বছর আগে তুরিনে আসা পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ফুটবলারের বার্ষিক বেতন ৩১ মিলিয়ন ইউরো।

করোনার কারণে সৃষ্ট সংকট কেটে গেলেও রোনালদোর বিশাল অঙ্কের বেতন দিতে হিমশিম খেতে হবে জুভেন্টাসকে। এজন্যই জুভেন্টাসে তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এক্ষেত্রে সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে ৭০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে তার অন্য কোনো ক্লাবে পাড়ি জমানো।

জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। এমন সম্ভাবনার কথাও বলা হচ্ছে যে, চুক্তির মেয়াদ শেষ করেই অন্য কোথাও যাবেন তিনি কিংবা পরিস্থিতি ভালো হলেও আরও এক মৌসুম থেকেও যেতে পারেন। কারণ তার যা বয়স তাতে বড় কোনো ক্লাব এখন তাকে নিয়ে আগ্রহ দেখাবে এমন সম্ভাবনা কম।

  • সর্বশেষ
  • পঠিত