ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

থুতু ফেললেই হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে জার্সি বদল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২০, ১৯:২২

থুতু ফেললেই হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে জার্সি বদল

করোনাভাইরাসের কারণে এখন বিশ্বের সব দেশেই স্থগিত ফুটবল। তবে পরিস্থিতি কিছুটা শান্ত থাকায় ফের খেলা শুরুর চেষ্টায় বিশ্বের অব লিগ। অল্প কিছুদিনের মধ্যেই মাঠে ফিরতে যাচ্ছে ফুটবল। তাই করোনা পরবর্তী সময়ে ফুটবলের বেশ কিছু নিয়মেরও পরিবর্তন এসেছে। বাড়তি সতর্কতার জন্য আরও কিছু পরিবর্তন আনছে লা লিগা কর্তৃপক্ষ। স্পেনের সর্বোচ্চ স্তরের ফুটবল প্রতিযোগিতায় মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড দেখতে হবে খেলোয়াড়দের।

মাঠে হলুদ কার্ড দেখানোয় নতুন নিয়ম আনা হয়েছে। ফুটবলাররা মাঠে থুতু ফেললে রেফারি হলুদ কার্ড দেবেন। এছাড়া লা লিগায় নতুন নিয়ম অনুযায়ী প্লে-অফ পদ্ধতি পয়েন্ট টেবিল অনুযায়ী নির্ধারণ করা হবে। স্প্যানিশ ফুটবল লিগের ম্যাচ চলাকালীন সময়ে সর্বোচ্চ পাঁচজন ফুটবলার পরবির্তন করা যাবে, আগে যেখানে চারজন পরিবর্তন করা যেত।

প্রতিযোগিতা শুরু হওয়ার আগে লা লিগার এগুলো নিশ্চিত করবে। স্টেডিয়ামে প্রবেশের সময় সবার শরীরে তাপমাত্র পরীক্ষা করতে হবে। ফুটবলাররা শুধু মাত্র হোটেল ব্যবহার করবে এবং ভ্রমণের সময় বিশেষ ফ্লাইট ব্যবহার করা হবে। বাসে ভ্রমনের ক্ষেত্রে ফুটবলারদের জন্য দুটি বাস থাকবে। খেলা শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে প্রতিটি ফুটবলারদের পরীক্ষা করা হবে। খেলার প্রথমার্ধ শেষে ফুটবলারদের অবশ্যই জার্সি পরিবর্তন করে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে হবে।

এদিকে জার্মান ফুটবল লিগের নিয়ম অনুসারে ফুটবলাররা এক সঙ্গে মাঠে প্রবেশ করতে পারবে না। গোল করার পর উদযাপনের সময়ে কেউ কাউকে স্পর্শ করতে পারবে না। সাইড বেঞ্চে থাকা সবাইকে মাস্ক পড়ে থাকতে হবে এবং হাত মেলানো সম্পূর্ণ নিষেধ।

  • সর্বশেষ
  • পঠিত