ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

যার ভুলে ২০১১ বিশ্বকাপ খেলতে পারেননি মাশরাফি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২০, ১২:৫০

যার ভুলে ২০১১ বিশ্বকাপ খেলতে পারেননি মাশরাফি

বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে মাশরাফির ভূমিকা বলে শেষ করা যাবে না। তার অধিনায়কত্বেই বাংলাদেশ হয়ে উঠেছে পরাক্রমশালী। বাংলোদেশ এখন বিশ্ব ক্রিকেটের এক বড় পরাশক্তি।

এই পর্যন্ত দেশের হয়ে ৪টি বিশ্বকাপ খেলেছেন বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকা। তবে মাশরাফির নিজের ক্যারিয়ারে বড় একটি আফসোস হচ্ছে দেশের মাটিতে ২০১১ সালের বিশ্বকাপ খেলতে না পারা। এতদিন বাদে নিজেই জানালেন, ফিট হয়েও কেন দেশের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেননি মাশরাফি। ইনজুরি নয়, ফিজিও’র ভুলের কারণেই না-কি মাশরাফির খেলা হয়নি সেই বিশ্বকাপ।

করোনা ভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটানো তামিম ইকবাল বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতে উঠছেন। গতকাল রাতে তামিম সেই আড্ডার ইতি টানেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে আড্ডা দিয়ে। এই আড্ডাতেই মাশরাফি নিজে জানান ফিজিও’র ছোট একটি ভুলের কারণেই খেলা হয়নি ২০১১ সালের বিশ্বকাপ।

মাশরাফি বলেন, ‘ডেভিড ইংয়ের মেডিক্যাল রিপোর্ট পুরোটা না পড়েই ফিজিও মাইকেল হেনরি সেটা নির্বাচকদের কাছে পাঠিয়ে দিয়েছিল। আমি পুরোটা পড়ে যখন তাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল, নাহ, আমি তো পুরোটাই লিখে পাঠিয়েছি। তখন আমি হেনরিকে বললাম, তুমি মোবাইল চেক করে দেখো। পরে আমি যেটা দেখলাম, সে (হেনরি) আর নিচে যে রিড মোর অপশন থাকে, সেখানে যায়নি। প্রথমটুকু পড়েই নির্বাচকদের কাছে রিপোর্ট পাঠিয়েছে। এরপর সে আমাকে সরি বলেছে। ওর সঙ্গে তখন আর ঝামেলা করে তো লাভ নেই। মূলত আমি যেটা বললাম, আমার ফ্যামিলি ব্যাক পাবে দেখেই আমার সঙ্গে এমনটা ঘটেছে। আমার স্ত্রী অসুস্থ ছিল। তাকে সময় দিয়েছি। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।’

  • সর্বশেষ
  • পঠিত