ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ছাড়পত্রের অপেক্ষায় ফেডারেশন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২০, ১৭:৫৪

ছাড়পত্রের অপেক্ষায় ফেডারেশন

শারীরিক সংস্পর্শের আওতায় পড়ে না এমন খেলা চালুর ব্যাপারে ক্রীড়া মন্ত্রনালয়ের সায়ে প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট ফেডারেশনগুলো। তবে সব কিছুই নির্ভর করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত ছাড়পত্রের উপর। দাবা, ক্যারাম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস নন-বডি কন্ট্রাক্ট গেম। এমন অনেক খেলাই আছে শারিরীক দুরত্ব মেনে চালিয়ে যাওয়া সম্ভব। করোনাকালে অন্তত এসব খেলাধুলো শুরু করার তাগিদ অনুভব করছে ক্রীড়া মন্ত্রনালয়ও। এজন্য সংশ্লিষ্ট ফেডারেশনগুলোও নিচ্ছে প্রস্তুতি।

ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমতি দিলেই ব্যাডমিন্টন অনুশীলন শুরু করা হবে। ডিসেম্বরে টুর্নামেন্ট শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

টেনিস ফেডারেশনের সহ-সভাপতি নেওয়াজ আহমেদ জানান, শুধু 'সিঙ্গেল' টুর্নামেন্ট শুরু করা যেতে পারে। যেখানে বজায় রাখা যাবে সামাজিক দূরত্ব. তবে অন লাইনে কোচের পরামর্শ নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন অনেক খেলোয়াড়রা। তাই ফেডারেশন কর্তাদের ভাবনা খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে নেয়া হবে প্রয়োজনীয় সব ব্যবস্থা।

সংগঠকরা মনে করেন, করোনার প্রভাব সত্ত্বেও বন্ধ ক্রীড়াঙ্গন এভাবে মুক্ত হলেও আর্ন্তজাতিক অঙ্গনের জন্য নিজেকে তৈরির রাখতে পারবেন খেলোয়াড়রা।

  • সর্বশেষ
  • পঠিত