ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

হোল্ডারকে টপকে শীর্ষে বেন স্টোকস

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২০, ১৬:৪০

হোল্ডারকে টপকে শীর্ষে বেন স্টোকস

এক ম্যাচের পরেই আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে বড়সড় রদবদল ঘটে গেল। ওল্ড ট্রাফোর্ড টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারকে পেছনে ফেলে নিজের আধিপত্য কায়েম করলেন ইংল্যান্ডের বেন স্টোকস।

সাউদাম্পটনের রোজবলে ইংল্যান্ডকে প্রথম টেস্ট হারানোর পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের তালিকার অল-রাউন্ডার বিভাগে শীর্ষ স্থানে অবস্থান করছিলেন জেসন হোল্ডার। ওল্ড ট্রাফোর্ড টেস্টে ইংল্যান্ডের বিরাট জয়ে বড় ভূমিকা নেওয়া অধিনায়ক অল-রাউন্ডার বেন স্টোকস, ক্যারিবিয়ান অধিনায়ককে টপকে শীর্ষ স্থানে চলে এসেছেন। স্টোকসের ঝুলিতে রয়েছে ৪৯৭ পয়েন্ট। হোল্ডার ৪৫৯ পয়েন্টে অবস্থান করছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। দ্বিতীয় ইনিংসে তিনি নিয়েছিলেন ১ উইকেট। এই দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিদানও পেয়েছিলেন ক্যারিবিয়ান নেতা। আইসিসি টেস্ট র‍্যাংকিং তালিকার বোলিং বিভাগের দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন তিনি। তার ঝুলিতে ছিল ৮৬২ পয়েন্ট। কিন্ত দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে সর্বসাকুল্যে ১ উইকেট নেওয়া হোল্ডার তালিকায় এক ধাপ নেমে গিয়েছেন। ৮৩৪ পয়েন্ট নিয়ে তিনি তৃতীয় স্থানে অবস্থান করছেন। ৯০৪ পয়েন্ট নিয়ে তালিকার প্রথম স্থানেই রয়েছেন প্যাট কামিন্স।

আইসিসি প্রকাশিত টেস্ট র‍্যাংকিং তালিকার শীর্ষ স্থানেই অবস্থান করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। তার পয়েন্ট ৯১১। দ্বিতীয় স্থানে থাকা ভারতের অধিনায়ক বিরাট কোহলির পয়েন্ট ৮৮৬।

ওল্ড ট্রাফোর্ডে দুর্দান্ত শতকের সৌজন্যে আইসিসির সদ্য টেস্ট ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন বেন স্টোকস। ৮২৭ পয়েন্ট নিয়ে অজি তারকা মার্নাস লাবুশানের সঙ্গে যৌথভাবে ওই স্থান দখল করেছেন ইংল্যান্ডের অধিনায়ক।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট হারের বদলা দুর্দান্তভাবে নিল ইংল্যান্ড। অধিনায়ক বেন স্টোকসের অল-রাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে ওল্ড ট্রাফোর্ডের টেস্ট ১১৩ রানে জিতেছেন ব্রিটিশরা। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৬৯ রান তোলে ইংল্যান্ড। জবাবে ২৮৭ রানে অল-আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১২৯ রান তোলেন বেন স্টোকসরা। জবাবে ১৯৮ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড।

  • সর্বশেষ
  • পঠিত