ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ক্রিকেটারদের অনুশীলনে আসছে নতুন গাইডলাইন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৫

ক্রিকেটারদের অনুশীলনে আসছে নতুন গাইডলাইন

হঠাৎ করেই করোনার কারণে ক্রিকেটারদের অনুশীলন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির একজন ট্রেনার, ফিজিও ও মাঠকর্মীর করোনা ধরা পড়ার পরেই এই সিদ্ধান্ত নেয় বিসিবি। সামনেই শ্রীলঙ্কা সফর। সফরের আগে অনুশীলনটাও জরুরি। তাই এর মধ্যেই কিভাবে অনুশীলনে ফেরা যায় তা নিয়ে জাতীয় দল ও হাইপারফরম্যান্স দলসহ ৫০ ক্রিকেটারের সঙ্গে দেশের দুই করোনা বিশেষজ্ঞের ভিডিও কনফারেন্স সভার ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানালেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানালেন, ‘ঢাকায় অনুশীলন বন্ধের মেয়াদ বাড়তে পারে। তবে এটাও আমাদের বুঝতে হবে কতদিন বন্ধ থাকলে ওদের ফিটনেসের সমস্যা হবে না। তিন থেকে পাঁচ দিনে আশা করি ওদের ফিটনেসে সমস্যা হবে না। আমরা খুব শিগগিরিই বিদেশি ট্রেনারদের সঙ্গে বসব। কতদিন বন্ধ থাকবে সেটা ওদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিব। তবে আমি আশা করছি ৩-৫ দিন। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে কোন সমস্যা হবে না। ওভাবেই চিন্তা করছি যাতে অনুশীলন বাঁধাগ্রস্থ না হয়।’

শ্রীলঙ্কা সফরের জন্য আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।

  • সর্বশেষ
  • পঠিত