ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আজ মাঠে নামবে যারা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২০, ১৯:২৫

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আজ মাঠে নামবে যারা

ইউরোপিয়ান ক্লাব ফুটবল ম্যাচে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও পিএসজি। লা লিগায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে বেতিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ। রাত সোয়া ৯টায় ম্যাচ শুরু হবে। বুন্দেসলিগায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ ও ডর্টমুন্ড। রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। ফ্রেঞ্চ লিগের সবচেয়ে বড় দল, পিএসজিও আজ নামবে মাঠে। রাত ২টায় প্যারিসিয়ানদরে প্রতিপক্ষ রেনেস।

বর্তমানের সহজেই দুই ভাগে বিভক্ত করা যায় বার্সেলোনাকে, চ্যাম্পিয়ন্স লিগের বার্সা আর লা লিগার বার্সা। ইউসিএলের নিউজনের সবগুলো ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে কাতালানরা, বিতরীতে লিগের অবস্থা যাচ্ছে তাই। কোম্যানের দল এখন লিগ টেবিলে ১২ নম্বরে পড়ে আছে।

রিয়াল বেতিস বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে খেলতে আসবে।যে দলটার বিপক্ষে শেষ ১৮ ম্যাচের একটাতেই হেরেছে কাতালানরা। নতুন মৌসুমে লিগে ম্যাচ খেলেছে ৬টা, যার শেষ চারটাতেই জয় নাই, বিপরীতে বার্সার চেয়ে ২ ম্যাচ বেশি খেলে ওদের চেয়ে ৫ ধাপ ওপরে বেতিস।

তবে বার্সায় ইনজুরি সমস্যা আছে, কৌতিনহো, আরাহো, উমতিতি আগে থেকেই বাইরে। তবে খেলা যেহেতু বার্সার মাঠে, আর প্রতিপক্ষ বেতিস। যাদের বিপক্ষে শেষ ১৮ ম্যাচে মাত্র ১টা হার বার্সেলোনার, তাই পূর্ণ পয়েন্ট তুলে নেয়ার স্বপ্নই দেখতে পারেন কিউল ফ্যানরা।

বুন্দেসলিগার সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখ নামবে মাঠে। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দী বরুশিয়া ডর্টমুন্ড। লাস্ট সিজনে একের পর এক শিরোপা ঘরে তুলেছে বাভারিয়ানরা। প্রতি ম্যাচেই গোল উৎসবে মাতে জার্মানি চ্যাম্পিয়নরা। আর কোচ হ্যান্সি ফ্লিকের আন্ডারে যেন আরও অপ্রতিরোধ্য বায়ার্ন। তার আমলে ডর্টমুন্ডের বিপক্ষে মোট ৩টা ম্যাচ খেলে শতবাগ জয় সানে, গিনাব্রি, মুলারদের।

বরাবরাই ইংয়া ট্যালেন্টের আতুরঘর ডর্টমুন্ড শিবির। হালান্ড,সানচো, ইউলিয়ান ব্রায়ন্টদের মতো তরুণ তারকারা ডর্টমুন্ডের চালিকা শক্তি। লিগ টেবিলে এখন বায়ার্ন আছে সবার ওপরে, তার পরই বরুশিয়ার অবস্থান। বাভারিয়ানদের চেয়ে এক ধাপ নিচে থাকলেও ওদের সমান ম্যাচ খেলে, জয় কিংবা পয়েন্ট, কোন দিক থেকেই পিছিয়ে নেই দ্য ইয়োলো অ্যন্ড ব্লাক শিবির।

অন্যদিকে মাঠে নামবে ফ্রেন্স লিগের সবচেয়ে বড় দল প্যারিস সেন্ট জার্মেইন। টেবিল টপার প্যারিসিয়ানদের খেলা তিন নম্বরে থাকা রেনেসের বিপক্ষে। নেইমার-এমবাপ্পেরা যেন আগুনে ফর্মে আছে এই লিগে। ৯ ম্যাচে ৭ জয়, শেষ ৫ ম্যাচে জয় শতভাগ। তবে টুখেলের দলের মূল সমস্যা ইনজুরি। নেইমার, ইকার্দি, পারদেস, ভেরাত্তি, ড্রাক্সলার ছাড়াও আরও কয়েকজন খেলতে পারবেন না। সাথে কিম্বপেবে আর গায়া আছেন সাসপেনশনে।

বাংলাদেশ জার্নাল/এনআর/টিআই

  • সর্বশেষ
  • পঠিত