ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

জাতীয় ফুটবল শিবিরে করোনার হানা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২০, ১৬:৪৭  
আপডেট :
 ২০ নভেম্বর ২০২০, ১৮:২১

জাতীয় ফুটবল শিবিরে করোনার হানা

কাতারের সঙ্গে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ে নিজেদের পঞ্চম ম্যাচ খলতে বাংলাদেশ ফুটবল দল এখন কাতারে। ১৯ নভেম্বর দুপুরে বাংলাদেশ ফুটবল দল দোহার পৌঁছায়। বিমানবন্দরে পৌঁছানোর পর পুরো দলের কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। এতে করোনা ধরা পড়েছে জাতীয় দলের ফুটবল ম্যানেজার আমের খান ও ফিজিও ফুয়াদ হাসানের।

কাতারে জেমি ডের শিষ্যদের তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময় মাঠে অনুশীলন করতে পারবে না খেলোয়াড়রা।

এর আগে ২৭ সদস্যের দল ঘোষণা করেছিললেন কোচ জেমি ডে। চোটের কারণে নেপালের বিপক্ষে স্কোয়াড থেকে ছিটকে যাওয়া মামুনুল ইসলাম ফিরেছেন দলে। তবে চোট থেকে সেরে না ওঠায় ডিফেন্ডার তারিক কাজী এবার আর ডাক পাননি দলে।

এদিকে কাতারের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দুই ম্যাচের সিরিজ খেলেছে নেপালের বিপক্ষে। প্রথম ম্যাচে ২-০ গোলে জিতলেও পরের ম্যাচ গোলশূণ্য ড্র হয়েছে। অন্যদিকে ২০২২ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কাতার। গত মাসে তিনটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে কাতার। তবে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি এশিয়ান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত