ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

যে কারণে কবর থেকে তোলা হবে ম্যারাডোনার লাশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২০, ১১:৪৮

যে কারণে কবর থেকে তোলা হবে ম্যারাডোনার লাশ
ডিয়েগো ম্যারাডোনা

মরে গিয়েও যেন শান্তি নেই ডিয়েগো ম্যারাডোনার। তার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে চলছে উত্তরাধিকারীদের মধ্যে রশি টানাটানি। বিষয়টা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, প্রমাণ সংগ্রহের জন্য তার লাশও তোলা হতে পারে কবর থেকে।

মনে করা হচ্ছে প্রয়াত ম্যারাডোনার সম্পত্তির পরিমাণ ১ থেকে ৪ কোটি ডলার। আর এই বিপুল সম্পত্তির নতুন মালিক কে হবেন, তা নিয়ে লড়াইয়ে নেমেছেন আসরে শুধু ম্যারাডোনার ছেলে-মেয়ে, সাবেক স্ত্রী-বান্ধবীর পাশাপাশি সাংবাদিক, চিত্রগ্রাহকরাও!

ম্যারাডোনা কোনো উইল করে না যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। আর্জেন্টিনার আইন অনুযায়ী একজন তার উইলে সম্পত্তির এক তৃতীয়াংশ স্ত্রী-সন্তান ছাড়া বাকিদের মধ্যে ইচ্ছেমতো ভাগ করে দিতে পারেন। কিন্তু দুই তৃতীয়াংশ স্ত্রী-সন্তানদের জন্য রাখতেই হবে। যেহেতু ম্যারাডোনার কোনো উইল নেই, সম্পত্তির লড়াইটা আরও কঠিন হবে। যারা নিজেকে ম্যারাডোনার সন্তান বলে দাবি করছেন, কিন্তু ম্যারাডোনা তাদের কখনও স্বীকৃতি দেননি, তাদের মামলা আদালতে উঠলে ডিএনএ পরীক্ষা হবে। ইতিমধ্যেই দাবি উঠেছে, সেক্ষেত্রে ম্যারাডোনার কবর খোঁড়া হোক।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত