ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বছরের প্রথম ম্যাচ খেলতে নামছে ম্যানইউ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২১, ১৭:২৬

বছরের প্রথম ম্যাচ খেলতে নামছে ম্যানইউ
ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে বছরের প্রথম দিনেই। হোম ম্যাচে রেডডেভিলদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। ম্যাচ শুরু রাত দুইটায়।

ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুটা কতই না বাজে ছিল। রেড ডেবিলরা ক্রমেই টেবিলের নিচের দিকেই নেমেই চলেছিল। সেই দলটাই এখন ইপিএলের পয়েন্ট টেবিলের সেকেন্ড পজিশনে। বছরের শেষ ম্যাচে উলভারহ্যাম্পটনকে হারিয়ে লিভারপুলের পরেই জায়গা করে নিয়েছে ব্রুনো-কাভানিরা।

ম্যানইউ টানা ৯ ম্যাচ ইপিএলে অপরাজিত, যার মধ্যে ৭টাতেই জয় ওদের, ২ ম্যাচ ড্র। অথচ বাজে পারফরম্যান্সে শুরুতে রেডডেভিলস কোচ ওলেগানে শোলশায়ারের বরখাস্তেরও কথা উঠছিল। বছরের প্রথম রাতে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটাতে জিততে পারলেই টেবিল টপার লিভারপুলের সমান পয়েন্ট হয়ে যাবে ম্যানচেস্টারের দলটার।

জয়ের জন্য শিরোপার দৌড়ে এগিয়ে থাকতে মরিয়া ম্যানইউ। ওদের পক্ষে কথাও বলছে পরিসংখ্যান। শেষ ৪৩ প্রিমিয়ার লিগ ম্যাচে এই অ্যাস্টন ভিলার বিপক্ষে মাত্র একবারই হারের স্বাদ পেয়েছে ওলে গানে শোলসায়ারের ছেলেরা। ৩১ ম্যাচে ওদের জয় আর ড্র ১১ ম্যাচ।

এদিকে ম্যানইউ’র পক্ষে ইতিহাসও কথা বলছে। নিউ ইয়ার ডেতে ইপিএলের ইতিহাস ওদের চেয়ে বেশি জয়ের রেকর্ড নেই কারো। ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ ইনজুরি কাটিয়ে রাতের ম্যচেই মাঠে নামছেন। তবে নিষেধাজ্ঞার কারণে শুধু খেলতে পারবেন না স্ট্রাইকার কাভানি, রাশফোর্ড-ব্রুনোরাও আছেন দুর্দান্ত ফর্মে।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত