প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৭:১০
অটোচালকের ছেলে সিরাজ কিনলেন বিএমডব্লিউ
সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার পরই ভারতের পেসার মোহাম্মদ সিরাজের জন্য ছিল একদিকে কষ্টের, অন্যদিকে আনন্দের। এই সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গিয়ে তার বাবার মৃত্যুর সংবাদ শোনেন। এরপর ভারত টেস্ট দলে হয় তার অভিষেক। তিন টেস্টে বল হাতে নেন সর্বোচ্চ ১৩ উইকেট। ব্রিসবেনে ৩২ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নেয়।
|আরো খবর
অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফিরেই নিজেকে প্রায় কোটি টাকা দামের গাড়ী উপহার দিয়েছেন এই পেসার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায় তিনি নতুন একটি বিএমডব্লিউ কিনেছেন। সেটা তিনি নিজে চালাচ্ছেন এমন একটি ভিডিও পোস্ট করেন।
অবশ্য অস্ট্রেলিয়ায় স্মরণীয় একটি সিরিজ শেষ করে এসে সিরাজ প্রথমে বাসায় যাননি। বিমানবন্দর থেকে সোজা চলে যান কবরস্থানে। সেখানে গিয়ে তার বাবার কবরে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করে তারপর বাড়ি যান।
বাবাকে হারানোর শোক কাটিয়ে উঠেছেন সিরাজ। তাইতো এবার নিজেকে লোভনীয় বিএমডব্লিউ গাড়ী উপহার দিয়ে প্রফুল্ল করার চেষ্টা করছেন।
বাংলাদেশ জার্নাল/টিআই