ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

সাকিবকে তিনে খেলানো উচিত: হার্শা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২১, ১৮:০৫

সাকিবকে তিনে খেলানো উচিত: হার্শা

গেল দু’বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফে খেলতে পারেনি বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আসন্ন আসরে প্লে-অফে খেলাই মূল লক্ষ্য কলকাতার। সেভাবেই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে তারা। তবে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন, বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতার হয়ে ব্যাটিং পজিশনে তিন নম্বরে খেললে দল প্লে-অফ খেলতে পারবে।

ভোগলে জানান, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিন নম্বর পজিশনে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাকিব। ব্যাটসম্যানদের দলের সেরা পারফরমার ছিলেন তিনি। তাই সাকিবের ব্যাটিং আইপিএলে কলকাতার জন্য বড় উপকারী হবে।

ক্রিকবাজের একটি অনুষ্ঠানে ভিডিওতে ভোগলে বলেন, ‘কলকাতার ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশনের জন্য একজন উপযুক্ত ব্যাটসম্যান সাকিব। বিশ্বকাপে তিন নম্বরে খেলে দুর্দান্ত পারফরমেন্স করেছে সে। সে তিন নম্বরে খেললে চার, পাঁচ এবং ছয় নম্বর পজিশনের ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে। ব্যাটিংএ নিজের সামর্থ্য ইতোমধ্যে দেখিয়েছে সাকিব। তাই আমার মতে দলের জন্য, সাকিবকে তিন নম্বরেই খেলানো উচিত।’

ভোগলে আরও বলেন, ‘আপনি যদি ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেট শূন্য থাকতে চান সেটাও আপনাকে সাকিব এনে দিতে পারবে। তার উপস্থিতি কলকাতার ব্যাটিংকে আরো শক্তিশালী করবে।’

কলকাতার একাদশে সুযোগ পেতে সাকিব ও সুনীল নারাইনের মধ্যে লড়াই হবে। এক্ষেত্রে সাকিবকে এগিয়ে রাখছেন ভোগলে। তিনি বলেন, ‘এক্ষেত্রে আমি সাকিবকে এগিয়ে রাখবো। সাকিব ব্যাট-বল হাতে সমান পারদর্শী। নারাইন বল হাতে পারদর্শী। তবে ব্যাট হাতে ধারাবাহিক নয়। গত বছর কলকাতাকে বেশি রান দিতে পারেনি নারাইন। গত বছরের স্মৃতি ভুলে গিয়ে সামনের দিকে তাকাতে হবে কলকাতা। অনেক পরিকল্পনায় নতুনত্ব আনতে হবে। সাকিবকে নিয়ে আরও ভালোভাবে ভাবতে হবে কলকাতাকে। সেক্ষেত্রে ব্যাটিং পজিশনে তিন নম্বরে যোগ্য সাকিব।’

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত