ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

যে কারণে সাকিবের বিকল্প শুভাগত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২১, ১৯:৩১  
আপডেট :
 ০৯ এপ্রিল ২০২১, ১৯:৩৭

যে কারণে সাকিবের বিকল্প শুভাগত

শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন তিন নতুন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম।

আইপিএল খেলতে ভারতে যাওয়ায় এই সিরিজে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় দলে ফিরেছেন অলরাউন্ডার শুভাগত হোম।

যদিও কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সাকিবের জায়গায় টেস্টে ফিরতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তাকে বোলিং করতে হবে। কিন্তু আজ জানা গেল, ইনজুরির কারণে ২১ সদস্যের স্কোয়াডেই রাখা হয়নি রিয়াদকে।

এদিকে, দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় দলে ফেরানো হয়েছে অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোমকে।

সাকিবের বিকল্প কেন শুভাগত? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক জানিয়েছেন, শুভাগত একজন স্পিনিং অলরাউন্ডার। সেটিই বিবেচনায় নেয়া হয়েছে। একটা লম্বা সময় পর ফিরল শুভাগত। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সে নিয়মিত পারফরমার। আমরা তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি। তবে তার স্পিন আমাদের বোলিং ডিপার্টমেন্টে বাড়তি একটা অপশনও দেবে।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত