ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

ভারতের পাশে দাঁড়াতে শোয়েবের আহ্বান

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২১, ১৩:১৯

ভারতের পাশে দাঁড়াতে শোয়েবের আহ্বান

ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতি দেখে মন খারাপ পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের। এমন কঠিন সময়ে নিজের দেশের প্রধানমন্ত্রীকে ভারতের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন তিনি। একইসঙ্গে ভারতে জ্বলতে থাকা গণচিতার চিত্র ইনস্টাগ্রামে তুলে ধরে শোকপ্রকাশ করলেন সাবেক পাক তারকা।

শোয়েব বলেন, 'ভারতে প্রতিদিন লাখো মানুষ আক্রান্ত হচ্ছেন। মুম্বাইয়ের অবস্থা অত্যন্ত করুণ। কত মানুষ মারা যাচ্ছেন। এমন ভয়ংকর পরিস্থিতি সামাল দেওয়া যে কোনও দেশের প্রশাসনের পক্ষেই অত্যন্ত কঠিন। অসম্ভবই বলা চলে। তাই আমি প্রত্যেকের কাছে, আমাদের প্রধানমন্ত্রী (ইমরান খান), আমার দেশের মানুষের কাছে আবেদন করছি, এই কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়ান। ভারতের অক্সিজেনের প্রয়োজন। সাহায্যের হাত বাড়িয়ে দিন।'

এরপর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে ভারতে করোনায় প্রাণ হারানো মানুষের গণচিতার ছবি ধরা পড়েছে। ভিডিওটি শেয়ার করে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ লেখেন, 'ভারতের এই করুণ দৃশ্য তুলে ধরলাম। প্রার্থনা করি, এই কঠিন সময় দ্রুত কেটে যাক। এখন গোটা দুনিয়ার পাশে থাকা প্রয়োজন। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আর সমস্ত কোভিড বিধি মেনে চলা উচিত। কারণ পাকিস্তানের পরিস্থিতিও স্বস্তিদায়ক নয়।'

এদিকে, ইতোমধ্যেই আজন্ম শত্রুতা ভুলে ভারতের জনগণের পাশে থাকার বার্তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে ইমরান লেখেন, 'ভারতে কোভিড-১৯ সেকেন্ড ওয়েভের বিরুদ্ধে ভয়ংকর লড়াই চালানো ভারতের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। প্রতিবেশী দেশে ও বিশ্বে যেখানে যারা এই অতিমারীতে আক্রান্ত, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। মানবসভ্যতার খাতিরে এই বিশ্বব্যাপী চ্যালেঞ্জকে একসঙ্গে মোকাবিলা করতে হবে।'

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত