ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

এ বুঝি নতুন জীবন ফিরে পেলাম: মরিস

  খেলা ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০২১, ১৬:৪৯

এ বুঝি নতুন জীবন ফিরে পেলাম: মরিস
সংগৃহীত ছবি

আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে আসেন ভারতে। কিন্তু হঠাৎ করোনার বিস্তার বেড়ে যাওয়ায় আইপিএল স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এরপর অনেক কষ্টে নিজ দেশে ফিরেছে এই ক্রিকেটার।

দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকলেও স্বস্তি পাচ্ছেন মরিস। এই প্রোটিয়া ক্রিকেটার একাই যাননি, সঙ্গে ছিলেন আরও ১০ সতীর্থ।

দক্ষিণ আফ্রিকার একটি সংবাদ মাধ্যমকে মরিচ বলেন, একের পর এক করোনা আক্রান্তের খবরে বুঝতে পারি, আইপিএল স্থগিত হয়ে যাবে। তবে যখন শুনি আমাদেরই ঋদ্ধিমান সাহা করোনা আক্রান্ত হয়েছে তখন সবাই চাপে পড়ে যাই। অনেকটা ভয়ার্ত ছিলাম আমরা। তাছাড়া দেশে ফেরা নিয়ে তো চিন্তা ছিলই। শেষ পর্যন্ত দেশে ফিরে অনুভব করছি, এ বুঝি নতুন জীবন ফিরে পেলাম।

মরিস আরও বলেন, ঋদ্ধিমানের করোনা আক্রান্তের পর ইংল্যান্ডের ক্রিকেটাররা রীতিমতো ঘাবড়ে যায়। ওরা হোটেলে চেঁচামেচি শুরু করে দেয়। তখন নিজেদের অসহায় মনে হচ্ছিল।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত