ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

আইপিএলের টাকায় চলছে টেম্পো চালক বাবার চিকিৎসা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০২১, ১৯:৪১

আইপিএলের টাকায় চলছে টেম্পো চালক বাবার চিকিৎসা
সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাকা দিয়েই করোনা আক্রান্ত বাবার চিকিৎসা করাচ্ছেন রাজস্থান রয়্যালসের তরুণ বাঁহাতি পেসার চেতন সাকারিয়া।

এবারই প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়েছেন ২৩ বছর বয়সী এ পেসার। নিলামে তাকে ১ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান। যদিও করোনার কারণে আইপিএল স্থগিত হওয়ায় খুশি হতে পারেননি সাকারিয়া। কেননা আইপিএল থেকে তার উপার্জিত অর্থ দিয়েই চলছে বাবার চিকিৎসা।

তবে আইপিএল স্থগিত হলেও রাজস্থানের কাছে আংশিক পারিশ্রমিক পেয়েছেন সাকারিয়া। যা দিয়ে চালিয়ে নিচ্ছেন বাবার চিকিৎসা।

ভারতীয় সংবাদমাধ্যমে সাকারিয়া বলেছেন, আমি ভাগ্যবান যে, কয়েকদিন আগেই রাজস্থান রয়্যালস আমাকে আংশিক পারিশ্রমিক পরিশোধ করেছে। আমি সঙ্গে সঙ্গে সেটা বাড়িতে দিয়েছি। সবচেয়ে কঠিন সময়ে এটি আমার পরিবারকে সাহায্য করছে।

তিনি আরও বলেন, যদি এক মাস আইপিএল না হতো, আমার জন্য সবকিছু অনেক কঠিন হয়ে পড়তো। আমি দরিদ্র পরিবারের সন্তান। আমার বাবা টেম্পো চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন সারাজীবন। শুধুমাত্র আইপিএলের কারণে আমার জীবন পরিবর্তনের আশা জেগেছিল।

আইপিএল স্থগিত হওয়ার আগে রাজস্থানের হয়ে সাত ম্যাচে ৭টি উইকেট শিকার করেছেন সাকারিয়া।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত