ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

দুরন্ত বেলজিয়ামের মুখোমুখি রোনাল্ডোর পর্তুগাল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২১, ১৭:৫৭  
আপডেট :
 ২৭ জুন ২০২১, ১৮:২০

দুরন্ত বেলজিয়ামের মুখোমুখি রোনাল্ডোর পর্তুগাল

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়াম আর পর্তুগাল মুখোমুখি হচ্ছে রোববার রাতে। স্পেনের সেভিয়ায় এস্টাডিও লা কার্তুহা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

বিশ্বের একনম্বর দল হিসেবে বেলজিয়াম গ্রুপের সবকটি ম্যাচ (ফিনল্যান্ড, ডেনমার্ক এবং রাশিয়া) জিতে সেরা হয়েই শেষ ষোলোয় প্রবেশ করেছে। অন্যদিকে রোনাল্ডো পাঁচ গোল করলেও পর্তুগাল গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে প্রি-কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। হাঙ্গেরির বিরুদ্ধে জিতলেও ফ্রান্সের সঙ্গে ড্র এবং জার্মানির কাছে হেরে পর্তুগাল পরের রাউন্ডে ওঠার ছাড়পত্র পেয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে লেস্টার সিটিতে খেলা বেলজিয়ামের তারকা ডিফেন্ডার টিমোথি কস্তাগনে চোখের হাড় ভেঙে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। চোট আঘাতের সমস্যা রয়েছে পর্তুগালেরও। স্পোর্টিং লিসবনে খেলা লেফট ব্যাক নুনো মেন্ডেস উরুর পেশিতে চোট পেয়েছেন বেশ কিছুদিন হল। গ্রুপ পর্বে তাঁকে ছাড়াই খেলতে হয়েছে পর্তুগিজদের। শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে খেলতে হলে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েই মাঠে নামতে হবে তাঁকে।

ইউরোয় পর্তুগাল বনাম বেলজিয়াম ম্যাচ সোনি সিক্স চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

সম্ভাব্য একাদশ বেলজিয়াম: থিবাউ কুর্তোয়া, জ্যান ভার্তনহেন, জেসন দেনায়ের, টোবি অল্ডারওইরেল্ড, থর্গ্যান হ্যাজার্ড, এক্সেল উইটসেল, কেভিন ডি ব্রুইন, থমাস মুনিয়ের, ইডেন হ্যাজার্ড, রোমেল লুকাকু, ইয়ান্নিক কারাস্কো।

পর্তুগাল: রুই প্যাট্রিসিও, রাফায়েল গুয়েরেইরো, পেপে, রুবেন দিয়াজ, নেলসন সেমেডো, রেনাতো স্যাঞ্চেজ, দানিলো, ব্রুনো ফার্নান্দেজ, আন্দ্রে সিলভা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বার্নার্দো সিলভা।

বাংলাদেশ জার্নাল-ওআই

  • সর্বশেষ
  • পঠিত