ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছে চীন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১২:০৭  
আপডেট :
 ২৪ জুলাই ২০২১, ১২:১৭

রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছে চীন

চলমান টোকিও অলিম্পিকে রেকর্ড গড়ে প্রথম সোনা জিতেছে চীনের শুটার ইয়াং কিয়ান। এই ইভেন্টে রৌপ্য জিতেছেন রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনা এবং সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন পেয়েছেন ব্রোঞ্জ।

শনিবার আসাকা শুটিং রেঞ্জে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে তিনি অর্জন করেছেন ২৫১.৮ স্কোর। যা এখন অলিম্পিকের ফাইনালে সর্বোচ্চ স্কোরের রেকর্ড। একটু এদিক সেদিক হলেই রেকর্ডটা হয়ে যেতে পারত আনাস্তাসিয়া গালাশিনারও। ২৫১.১ স্কোর করে দ্বিতীয় হয়েছেন তিনি, জিতেছেন রৌপ্যপদক।

কোয়ালিফিকেশন রাউন্ডে ইয়াং ষষ্ঠ এবং গালাশিনা অষ্টম হয়েছিলেন। বাছাইয়ে ৬৩২.৯ স্কোর গড়ে অলিম্পিকের রেকর্ড গড়া নরওয়ের জেনেট হেগ হয়েছেন চতুর্থ।

বাংলাদেশ জার্নাল/আইএইচ

  • সর্বশেষ
  • পঠিত