ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

কনওয়ের ক্যাচটিই ইতিহাস সেরা!

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ১৪:৫০

কনওয়ের ক্যাচটিই ইতিহাস সেরা!
পাখির মতো উড়ে এসে ক্যাচটি তালুবন্দী করেন কনওয়ে।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অসাধারণ একটি ক্যাচ নেন কিউই ব্যাটার ডেভন কনওয়ে। ধারাভাষ্যকাররা বলছেন, বিশ্বকাপের ইতিহাসে এটাই সেরা ক্যাচ।

কি কারণে ক্যাচটিতে সেরা বলছেন তারা, একটু জেনে নেয়া যাক।

মিচেল স্যান্টনারের বলে বাউন্ডারি লাইনে মুহাম্মদ হাফিজের অবিশ্বাস্য ক্যাচ ধরেন ডেভন কনওয়ে। বেশ দূর থেকে দৌড়ে দিয়ে পাখির মতো উড়াল দিয়ে ক্যাচটি তিনি তালুবন্দী করেন।

অবিশ্বাস্য বললেও কম বলা হবে। একঝলক দেখেই ধারাভাষ্যকাররা দাবি করেন, শুধু চলতি টি-২০ বিশ্বকাপই নয়, বরং সর্বকালের অন্যতম সেরা ক্যাচ এটি।

পাকিস্তান ইনিংসের ১০ দশমিক ৬ ওভারে মিচেল স্যান্টনারের বল হাফিজ স্টেপ-আউট করে অফসাইডে তুলে মারেন। এমন নয় যে, বাউন্ডারি লাইনে বলের গতিপথে ফিল্ডার উপস্থিত ছিলেন। বরং শূন্য জায়গা দেখেই শূন্যে শট খেলেছিলেন হাফিজ।

কিন্তু অসাধারণ ক্যাচটি নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন ডেভন কনওয়ে। খোদ হাফিজও বিশ্বাস করতে পারছিলেন না। অবশ্য শোয়েব মালিক আর আসিফ আলীর দৃঢ়তায় ম্যাচটি জেতে পাকিস্তান।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত