ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

তৃতীয় দিনের খেলাও অনিশ্চিত!

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ১১:০১  
আপডেট :
 ০৬ ডিসেম্বর ২০২১, ১১:০৯

তৃতীয় দিনের খেলাও অনিশ্চিত!
ছবি সংগৃহীত

ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে রোববার সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে ঢাকাসহ সারাদেশে। ফলে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়ায় মাত্র ৩০ মিনিট। পরে বৃষ্টি বেড়ে যাওয়ায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা। সোমবার সকাল থেকেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে মিরপুরে। যার কারণে ক্রিকেটাররা মাঠে না গিয়ে হোটেলেই অবস্থান করছেন।

টানা বৃষ্টির কারণে ম্যাচ রেফারি পরামর্শ দিয়েছেন দুই দলের ক্রিকেটারদের হোটেলে থাকতে। পর্যবেক্ষণ শেষে সকাল ১২টায় পরবর্তী করণীয় জানানো হবে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার ইবরাহিম বাদিস।

ঘুর্ণিঝড় জাওয়াদের প্রতিক্রিয়ায় সারাদেশের আবহাওয়া জানাচ্ছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি আজ তো বটেই মঙ্গলবার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ, গুঁড়ি বৃষ্টি এবং ভেজা মাঠের পরিস্থিতি ধারণা দিচ্ছে ঢাকা টেস্টের তৃতীয়দিনের খেলার সম্ভাবনা ভীষণ ক্ষীণ। গতকাল দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এএম

  • সর্বশেষ
  • পঠিত