ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

তাকসিন ঝড়ে লণ্ডভণ্ড প্রোটিয়া শিবির

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৩ মার্চ ২০২২, ১৯:২৫  
আপডেট :
 ২৩ মার্চ ২০২২, ১৯:২৯

তাকসিন ঝড়ে লণ্ডভণ্ড প্রোটিয়া শিবির
টাইগার পেসার তাসকিন আহমেদ সেই ঝড় হয়েই যেনো অবির্ভূত হলেন।

সেঞ্চুরিয়ানের আকাশ ছিল মেঘহীন। ছিল রৌদ্রের ঝলঝলানি। কে ভেবেছিল, এসবের মধ্যে একটি ভয়ানক ঝড় আসবে প্রোটিয়া শিবিরে!

টাইগার পেসার তাসকিন আহমেদ সেই ঝড় হয়েই যেনো অবির্ভূত হলেন। ৮ ওভারে মাত্র ৩০ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৬ রানে ৮ উইকেট!

ম্যাচ শুরুর আগে এমনটা নিশ্চয়ই ভাবেননি সমর্থকরা!

টাইগাররা উজ্জীবিত। তাদের চোখে সিরিজ জয়ের স্বপ্ন।

এ স্বপ্ন শুধু যে তাদের চোখে- এমনটা বলা ভুল। গ্যালারিতে থাকা বাংলাদেশি দর্শক, আর দেশে টেলিভিশনের পর্দায় চোখ রাখা কোটি বাঙালির চোখেও একই স্বপ্ন।

বাংলাদেশ কি আজ জয়ের দেখা পাবে?

তিন ম্যাচের সিরিজে এর আগে একটি জয় পেয়েছিল টাইগাররা। একটি জয় ছিল প্রোটিয়াদেরও। তৃতীয় ম্যাচটি তাই অঘোষিত ফাইনাল; যে জিতবে তার হাতেই যাবে একদিনের সিরিজের ট্রফি।

তাসকিন আহমেদ প্রোটিয়াদের গুরুত্বপূর্ণ উইকেটগুলোই নিয়েছেন।

উদ্বোধনী ব্যাটার জ্যানেম্যান মালান (৫৬ বলে ৩৯ রান), কাইল ভ্যারেইন (১৬ বলে ৯ রান), ডুয়াইন প্রিটোরিয়াস (২৯ বলে ২০ রান), ডেভিড মালান (৩১ বলে ১৬ রান) ও কাগিসো রাবাদার (৩ বলে ৪ রান) উইকেট নিয়েছেন তিনি।

দেশে মা ও সন্তানদের হাসপাতালে রেখে দেশের জন্য মাঠে লড়তে থাকা সাকিব আল হাসান নিয়েছেন একটি উইকেট। তিনি প্রোটিয়া অধিনায়ক টেম্বা বেবুমাকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন। বেবুমা ১১ বলে করেছেন ২ রান।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত