ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন আর নেই আশরাফুলে

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ১৭:৫৮

জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন আর নেই আশরাফুলে
মোহাম্মদ আশরাফুল। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২০১৩ সবশেষ ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল। বয়স আর পারফরম্যান্স বিবেচনায় জাতীয় দলের আশেপাশেও নেই অভিজ্ঞ এই ব্যাটার। বিপিএলে ফিক্সিং কাণ্ড থেকে ছাড়া পাওয়ার পর বেশ কয়েকবারই বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন তিনি। তবে নিজের সেই ভাবনা থেকে সরে এসেছেন আশরাফুল। নিশ্চিত করেছেন জাতীয় দলের হয়ে আর খেলার স্বপ্ন দেখেন না তিনি।

রোববার অবসর প্রসঙ্গে গণমাধ্যমকে আশরাফুল বলেন, আমি আরও খেলতে চাই। হয়তো আরও একটা-দুটা মৌসুম খেলব। সেটাই এনাফ।

আবারও জাতীয় দলে ফিরতে চান কিনা এমন প্রশ্নে তিনি আরও বলেন, না। এখন আর আশা করি না। এখন আমি শুধু খেলতে চাই। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি, কিন্তু যারা তরুণ আছে তারা যে বসে আছে ওইটা নিয়েই চিন্তায় আছি।

খেলা ছাড়ার পর ক্রিকেট বোর্ডে আসার কোন চিন্তা আছে কি না, এমন প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, এখনও ওইভাবে চিন্তা করিনি। তবে ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার খেলার একটা অভিজ্ঞতা আছে। আমি সেই জিনিসগুলো শেয়ার করতে চাই।

ফিক্সিং কাণ্ড থেকে ফিরে ২০১৭-১৮ মৌসুমে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫ সেঞ্চুরির সাহায্যে ১৩ ম্যাচে আশরাফুল করেন ৬৬৫ রান। এরপর থেকে আর বলার মতো তেমন কোনো মৌসুম কাটাতে পারেননি ব্যাট হাতে।

বাংলাদেশ জার্নাল/সামিউল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত