ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

সিরিজ জয়ের অপেক্ষা বাড়ালো বৃষ্টি

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ২০:২৯

সিরিজ জয়ের অপেক্ষা বাড়ালো বৃষ্টি
ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে রেকর্ড ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে আরও বড় সংগ্রহ। সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে যাওয়া বাংলাদেশের অপেক্ষা বাড়িয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়নি এখনো।

সোমবার টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে বাংলাদেশ।

আয়ারল্যান্ডকে দেয় ৩৫০ রানের বিশাল লক্ষ্য। মুশফিকুর রহিমের দ্রুততম (৬০ বলে) সেঞ্চুরিতে বাংলাদেশ পৌঁছায় রানের চূড়ায়।

আগের ম্যাচে ৩৩৮ রান তুলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। সেই রেকর্ড ভাঙতে সময় লাগল মোটে ৪৮ ঘণ্টা। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকরা তোলে ৩৪৯ রান।

৬০ বলে ১৪ চার ও ২টি ছয়ে মুশফিক পৌঁছান তিন অঙ্কে। ওয়ানডেতে আগের রেকর্ডটি সাকিব আল হাসানের দখলে ছিল। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন টাইগার অলরাউন্ডার।

রেকর্ড ভাঙা-গড়ার ম্যাচে বেশ কয়েকটি মাইলস্টোন ছুঁয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তামিম ইকবাল তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজার রানে পৌঁছান, ওয়ানডেতে মুশফিক ৭ হাজার ও লিটন দাস পৌঁছান ২ হাজার রানের ক্লাবে।

দলীয় সংগ্রহ দুইশ ছোঁয়ার পর আগ্রাসী হয়ে ওঠেন মুশফিক। চারের পসরা সাজিয়ে আইরিশ বোলারদের হতাশায় ডোবান। টি-টুয়েন্টি ধাচের ব্যাটিং করেন তিনি।

বড় সংগ্রহের পথে লিটন দাস ৭০, নাজমুল হোসেন শান্ত ৭৩, তৌহিদ হৃদয় ৪৯ রানের ইনিংস খেলে অবদান রাখেন।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত