ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

গ্রুপসেরা হয়ে শেষ ষোলতে পিএসজি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৮, ১৩:১৬

গ্রুপসেরা হয়ে শেষ ষোলতে পিএসজি

লিভারপুলের জয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে কমপক্ষে ড্র করতে হতো প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। তবে নেইমারের নৈপুণ্যে রেড স্টারর বেলগ্রেডকে উড়িয়ে দিয়েছে দলটি। ফলে গ্রুপসেরা হয়েই শেষ ষোলতে পৌছে গিয়েছে পিএসজি।

মূলত নেইমার-কাভানি-এমবাপের ত্রিমুখী আক্রমণেই বড় ব্যবধানে জয় এসেছে। ৯ মিনিটেই পিএসজিকে এগিয়ে দেন এডিনসন কাভানি। বিরতির মিনিট পাঁচেক আগে ব্যবধানটা দ্বিগুণ করে ফেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বিরতির পর এক গোল শোধ করে বেলগ্রেড। কিন্তু তাদের ম্যাচে ফেরার কোনো সুযোগ দেয়নি পিএসজি। ৭৪ মিনিটে মার্কুইনহসন আর ইনজুরি টাইমে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

গ্রুপের শেষ ম্যাচ জিতে ইউরোপের সেরা ক্লাবের লড়াইয়ের শেষ ষোলোর টিকিট পাকা করল পিএসজি। ৬ ম্যাচে ১১ পয়েন্টের পুঁজি নিয়ে গ্রুপ টপার হয়ে নকআউটে পৌঁছল নেইমাররা।

অন্যদিকে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে দু’নম্বরে শেষ করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় গেল লিভারপুল। রেডদের কাছে ম্যাচ হেরে ছিটকে গেল নাপোলি।

  • সর্বশেষ
  • পঠিত