ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৯ মিনিট আগে
শিরোনাম

সমকামিতার প্রশ্নে তোপের মুখে টেনিস তারকা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৬

সমকামিতার প্রশ্নে তোপের মুখে টেনিস তারকা

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় মার্টিনা নাভ্রাতিলোভা। ১৮ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন এবং আটবারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন তিনি। তবে সেই কিংবদন্তি এই মুহূর্তে বিশ্বজুড়ে শিরোনামে। যার কারণ সমকামিতার বিরুদ্ধে মন্তব্য। সমকামী প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, এভাবে কেউ নিজেকে মহিলা হিসাবে দাবি করতে পারেন না, এমনকী মহিলাদের সঙ্গে মাঠে নামা কখনোই মানা যায় না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাকে একজন প্রশ্ন করেন স্পোর্টসের মাঠে রুপান্তরকামী মহিলাদের ব্যাপারে। উত্তরে কিংবদন্তি নাভ্রাতিলোভা জানান, 'পরিষ্কার ভাবে সেটা কখনোই ঠিক নয়। আপনি কখনোই নিজেকে মহিলা হিসাবে দাবি করে, মহিলাদের সঙ্গে মাঠে নামতে পারেন না। কিছু নির্ণায়ক মান থাকা দরকার। পুরুষাঙ্গ নিয়ে মহিলাদের সঙ্গে মাঠে নামা কখনোই সেই মানের যথার্থতা বহন করে না”।

এবং তার পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়। সমকামী কমিউনিটি তার মন্তব্যকে ‘বোকা-বোকা’ আখ্যা দেন। তার এমন মন্তব্যের জেরে কানাডার রুপান্তরকামী সাইক্লিস্ট রাচায়েল ম্যাককিনন জানান, প্রকাশ্যে এমন কথা নিয়ে মার্টিনার আরও সজাগ হওয়া উচিত ছিল।

  • সর্বশেষ
  • পঠিত