ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চোট নিয়ে দেশে ফিরছেন ওয়ার্নার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৯, ১৩:২০

চোট নিয়ে দেশে ফিরছেন ওয়ার্নার

আগের সপ্তাহে কনুইয়ের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চুক্তিবদ্ধ হওয়া ক্রিকেটার চলে যাওয়ায় বড় ধাক্কা খায় দলটি। এবার একই অবস্থায় পড়তে যাচ্ছে সিলেট সিক্সার্সও। ইনজুরি নিয়ে চলে যাচ্ছেন দলটির দলপতি আরেক অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার।

বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, কনুইয়ের চোটের কারণে সোমবার চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া ফিরছেন ওয়ার্নার।

গতকালই মাশরাফিদের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান হাতে চোট পান ওয়ার্নার। অবশ্য অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার আগে আরো দুই ম্যাচে মাঠে নামবেন তিনি।

রংপুরের বিপক্ষে ম্যাচে ৬ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৬১ রানের ঝড় তুলে দলকে বুধবার ২৭ রানের জয় পেতে সাহায্য করেন ওয়ার্নার। ব্যাট হাতে তাণ্ডব ছড়ানোর দিন ক্রিস গেইলের এক ওভারে ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ১৪ রান (৬, ৪, ৪) করেন তিনি। ধারণা করা হচ্ছে ব্যাটিংয়ের সময়ই কনুইয়ে আঘাত পান ৩২ বছর বয়সী এ ব্যাটসম্যান।

তবে এ বিষয়ে সিলেট সিক্সার্সের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এবারের আসর দিয়ে বিপিএলে অভিষেকের পর এখনো মোট পাঁচ ম্যাচে অংশ নিয়েছেন ওয়ার্নার। যার মধ্য থেকে দুই অর্ধশতকের ইনিংসে ৩৫.২৫ গড়ে ১৪১ রান সংগ্রহ বাঁহাতি এ ব্যাটসম্যানের। ১৩৩.০১ স্ট্রাইক রেটটাও বরাবরের মতো টি-টোয়েন্টির জন্য আদর্শ।

  • সর্বশেষ
  • পঠিত