ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

সবার উপরে ঢাকা, তলানিতে খুলনা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৯, ১৬:২৬

সবার উপরে ঢাকা, তলানিতে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর মাঝপথে পা রাখতে চলেছে। এরইমধ্যে দেশি-বিদেশি ক্রিকেটারদের দুর্দন্ত পারফরম্যান্সে জমে উঠেছে এ টুর্নামেন্ট। গতকালই শেষ হয়েছে সিলেট পর্ব। আগামিকাল থেকে আবার ঢাকায় ফিরছে দেশের ঘরোয়া লিগের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরটি।

এবারের বিপিএলে ফাইনালসহ মোট ম্যাচ হবে ৪৬টি। তার মধ্যে হয়ে গেছে ২২টি। সেখানে চোখ রাখলে দেখা যায় সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। স্বাভাবিকভাবেই দলটি ৬ ম্যাচে ৫ জয় ১ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় মুশফিকুর রহিমদের চিটাগং ভাইকিংস। এদিকে ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এরপরই মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। দলটি রয়েছে টেবিলের চারে। বাকি তিনটি দল যথাক্রমে রাজশাহী কিংস, সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানস।

এখন পর্যন্ত রান তোলার দিক দিয়ে শীর্ষে রয়েছেন বিদেশি তিন ক্রিকেটার রাইলি রুশো (৭ ম্যাচে ৩৪৯), নিকোলাস পুরান (৭ ম্যাচে ২৪৪) ও ডেভিড ওয়ার্নার (৭ ম্যাচে ২২৩)। তাদের পরই রয়েছেন জুনায়েদ সিদ্দিকি (৭ ম্যাচে ২০৩) ও মুশফিকুর রহিম (৫ ম্যাচে ১৯১)। ওয়ার্নার সিলেট সিক্সার্স ছেড়ে দেশে ফেরায় পুরানের সঙ্গে বেশ ভালো একটা লড়াই হবে দেশি ব্যাটসম্যানদের। এদিকে রুশোকে টপকে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে মুশফিকের। কেননা এ ডানহাতি এখনও চিটাগংয়ের হয়ে লিগ পর্বেই খেলতে পারবেন ৬-৭টি ম্যাচ।

বোলিংয়ে অবশ্য দেশি ক্রিকেটারদের আধিপত্য। এ তালিকায় সবার উপরে রয়েছেন সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ। এখন পর্যন্ত এ ডানহাতি ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। এরপরই রয়েছেন রংপুরের শফিউল ইসলাম। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি। এদিকে ১২ উইকেট নিয়ে তিনে অবস্থান করছেন রংপুর অধিনায়ক মাশরাফি। সাকিব ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে রয়েছেন চারে। আর পাঁচে রয়েছেন রবি ফ্রাইলিঙ্ক। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন চিটাগং ভাইকিংসের এই পেসার।

এক নজরে বিপিএলের পয়েন্ট টেবিল:

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত