ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৭ মিনিট আগে
শিরোনাম

ঢাকা লিগে বিজয়ের সেঞ্চুরির হ্যাটট্রিক

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ মার্চ ২০১৯, ১৭:১৭

ঢাকা লিগে বিজয়ের সেঞ্চুরির হ্যাটট্রিক

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি মৌসুমে নিজের তৃতীয় সেঞ্চুরি করলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের বিপক্ষে করা এ সেঞ্চুরিটি চলতি লিগে বিজয়ের টানা তৃতীয় সেঞ্চুরি। যা লিস্ট ‘এ’ ক্রিকেটের এ প্রতিযোগিতায় এর আগে করতে পেরেছিলেন কেবল মাত্র একজন ক্রিকেটার! ডিপিএলের ইতিহাসে টানা তিন ম্যাচে শতক হাঁকিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল।

রুপগঞ্জের বিপক্ষে বিজয় অপরাজিত থাকেন ঠিক ১০০ রান করে, শেখ জামালের বিপক্ষে তিনি থামেন ১০১ রান করে। নিজের ‘হ্যাটট্রিক’ সেঞ্চুরির দিন বিজয়ের রানসংখ্যা ১০২। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরিটিকে বড় করতে পারেননি উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। ইতিহাস গড়ার দিন কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শের জন্য ১২৮ বল মোকাবেলা করেন তিনি। ৫ চার ও ২ ছক্কা হাঁকান তিনি।

লিগের প্রথম চার রাউন্ডে অপরাজিত থাকা শক্তিশালী আবাহনীর বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক বড় সংগ্রহ পায়। বিজয় ছাড়াও প্রাইম ব্যাংকের হয়ে ভারতীয় ব্যাটসম্যান অভিমন্যু ইশ্বরান (৮৫) ও আরিফুল হক (৫১) রান করেন। এই তিন ব্যাটসম্যানের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০২ রান পায় প্রাইম ব্যাংক।

বল হাতে আবাহনীর হয়ে একটি করে উইকেট পেয়েছেন পেসার রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম, সৌম্য সরকার ও সানজামুল ইসলাম।

  • সর্বশেষ
  • পঠিত