ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

রোনালদোর জুভেন্টাসকে উড়িয়ে সেমিতে আয়াক্স

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৯, ১১:৪৫  
আপডেট :
 ১৭ এপ্রিল ২০১৯, ১২:৩৯

রোনালদোর জুভেন্টাসকে উড়িয়ে সেমিতে আয়াক্স

চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জুভেন্টাসকে ২-১ গোলে (দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে) হারিয়ে সেমিফাইনালে উঠেছে আয়াক্স। ম্যাচের ২১তম মিনিটে ড্যানি ভ্যান ডি বেকের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে আয়াক্সের ভালো একটি সুযোগ নষ্ট হয়। পরের মিনিটে পাওলো ডিবালার ভলি গোলরক্ষক ফেরালে এগিয়ে যাওয়া হয়নি জুভেন্টাসেরও।

ছয় মিনিট পর রোনালদোর গোলে এগিয়ে যায় ১৯৯৫-৯৬ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতা জুভেন্টাস। মিরালেম পিয়ানিচের কর্নারে পর্তুগিজ ফরোয়ার্ডের হেড জালে জড়ায়।

৩৪তম মিনিটে জুভেন্টাসের স্বস্তি কেড়ে নেয় ডাচ দলটি। ডি-বক্সের বাইরে থেকে হাকিমের জোরালো শট ডিফেন্ডারদের গায়ে লেগে পেয়ে যান ভ্যান ডি বেক; ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে জুভেন্টাসকে কোণঠাসা করে রাখে আয়াক্স। ৫২তম মিনিটে সতীর্থের ছোট পাস ধরে হাকিমের নেওয়া জোরালো শট ফেরান জুভেন্টাসের গোলরক্ষক চেজনী। পাঁচ মিনিট পর ফন দে বেকের শট বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে ঢোকার আগ মুহূর্তে ফিস্ট করে আবারও রক্ষা করেন এই গোলরক্ষক।

৬১তম মিনিটে রোনালদোর তৈরি করে দেওয়া সুযোগ ময়জে কেন লক্ষে রাখতে ব্যর্থ হন। এরপর দুইবার বেঁচে যায় জুভেন্টাস। ট্যাডিচের বাড়ানো ক্রস হাকিমের কাছে পৌঁছানোর আগে বিপদমুক্ত করেন পিয়ানিচ। ৬৫তম মিনিটে ডি-বক্সের মধ্যে তালগোল পাকিয়ে সুযোগ নষ্ট করেন ডি ইয়ং।

জুভেন্টাসের রক্ষণে চাপ ধরে রেখে ৬৭তম মিনিটে এগিয়ে যায় ১৯৯৪-৯৫ মৌসুমের সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতা আয়াক্স। সতীর্থের কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন দলনেতা ম্যাথিজ ডি লিট। বাকিটা সময়ে কঠিন হয়ে যাওয়া সমীকরণ আর মেলাতে পারেনি জুভেন্টাস।

  • সর্বশেষ
  • পঠিত