ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের টার্গেট ১৮৭

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ জুন ২০১৯, ২১:৩০

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের টার্গেট ১৮৭

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের বিপক্ষে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান তুলেছে শ্রীলঙ্কা। জবাবে ডার্কউইথ লুইস পদ্ধতিতে আফগানিস্তানের টার্গেট দাড়ালো ৪১ ওভারে ১৮৭।

এর আগে ২৭ ওভারে দলীয় ১৬৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে লঙ্কানরা। একাই ৪ উইকেট নিয়েছে মোহাম্মদ নবী। শুরুটা ভাল করেছিল দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা। ৪৫ বলে ৩৫ রান করে মোহাম্মদ নবীর বলে করুনারত্নে আউট হলেও মাঠে টিকে আছেন কুশল পেরেরা। ৭২ বলে ৭৫ রানে করেছেন পেরেরা। এরপর এক এক করে ৪ জনকে একাই সাজঘরে ফেরান নবী। আফগানিস্তানের বোলাদের চাপ সামলাতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা।

বল হাতে আফগানদের হয়ে একাই ৪ উইকেট নিয়েছে মোহাম্মদ নবী। একটি উইকেট নেন হামিদ হাসান, থিসারা পেরেরা রান আউট হন।

বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি আফগান ও লঙ্কানদের। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হার দিয়েই শুরু করেছে যাত্রা। একদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে আফগানরা। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছে লঙ্কানরা।

তবে আফগানিস্তানের বিপক্ষে বর্তমান শ্রীলঙ্কা দলের জয় পাওয়াটা খুব একটা সহজ হবে না। কারণ সবশেষে দেখায় জয়ী হয়েছিল আফগানরাই। গেল বছর এশিয়া কাপে ৯১ রানে জিতে লঙ্কানদের গ্রুপ পর্ব থেকেই বিদায় করে দিয়েছিলেন রশিদ খান-মোহাম্মদ নবিরা।

  • সর্বশেষ
  • পঠিত