ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

পরিত্যক্ত হতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০১৯, ১৭:১৮

পরিত্যক্ত হতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

ব্রিস্টলের আকাশে এখনো বৃষ্টি। থামার কোন লক্ষণই নেই। সময় যতো গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা ততোই কমে আসছে। ব্রিস্টলের আবহাওয়ার যে অবস্থা তাতে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাই বেশি।

বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। সেই হিসাবে টস হওয়ার কথা ছিল বিকাল তিনটায়। কিন্তু বৃষ্টির কারণে এখনো টস অনুষ্ঠিত হয়নি।

শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটির একটা ভিন্ন প্রেক্ষাপট রয়েছে। বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে বাংলাদেশ নামছে ফেভারিট হিসেবে। র‍্যাঙ্কিংও সে কথাই বলছে। বাংলাদেশ আছে সাতে, শ্রীলঙ্কা আছে নয়ে।

তবে এই বিশ্বকাপে প্রথম তিন ম্যাচ শেষে শ্রীলঙ্কার পয়েন্ট বেশি। এক জয়, এক হার শ্রীলঙ্কার, সঙ্গে যোগ হয়েছে পাকিস্তানের বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচের এক পয়েন্ট।

তাই আজকের ম্যাচটি পরিত্যক্ত হলে পরের পাঁচটির মধ্যে চারটি ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কা ব্রিস্টলে আছে বেশ কিছুদিন ধরে। আর বাংলাদেশ সোমবার প্রথম মাঠে নেমেছে কাউন্টি গ্রাউন্ডে।

  • সর্বশেষ
  • পঠিত