ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ফুটবলকে বিদায় জানালেন ফোরলান

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৯, ১২:০৩

ফুটবলকে বিদায় জানালেন ফোরলান

সকল ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন উরুগুয়ের সাবেক ফরওয়ার্ড ডিয়েগো ফোরলান। জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন চার বছর আগেই। এবার আনুষ্ঠানিক এক বার্তায় তিনি জানিয়েছেন, পেশাদার ফুটবলে আর দেখা যাবে না তাকে।

ফোরলান জানিয়েছেন, বিদায় বলার সময়টা এসে গেছে, ‘এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। আমি কখনোই চাইনি এই মুহূর্তটার মুখোমুখি হতে। কিন্তু এটা তো আসতেই হতো। আমি আর পেশাদার ফুটবল না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

খেলোয়াড়ি জীবনে তিনি আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডিয়ানতে, ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, এটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, পোর্তো আলেগ্রের মতো ক্লাবে খেলেছেন। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে ৩৬ গোল করেছেন ফোরলান। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ৫২৫ ক্লাব ম্যাচে তার গোল ২২২ টি। ইউনাইটেডের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, এফ এ কাপ; অ্যাটলেটিকোর হয়ে জিতেছেন ইউরোপা লিগ

স্পেনে থাকাকালীন তিনি দুইবার পিচিচি (স্প্যানিশ লীগের সর্বোচ্চ গোলদাতা) এওয়ার্ড জেতেন। এছাড়াও ২০১০ বিশ্বকাপ ফুটবলের সেরা খেলোয়াড়ের পুরস্কারও তিনি জয়লাভ করেন।

  • সর্বশেষ
  • পঠিত